পিএনএস ডেস্ক: অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ধরলাম শেখ হাসিনাকে এক্সিট দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের হারুনরা কীভাবে পালিয়ে গেলো? তাদের প্রচুর অবৈধ টাকা ছিল। আমার জানা মতে, বাংলাদেশ ব্যাংকে এসব টাকা জমা পড়েনি। কারা আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও নেতাদের দেশ থেকে পালাতে সহযোগিতা করেছে?
বুধবার জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ভারতের উদ্দেশ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি ভারতকে বলবো, আপনারা বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছেন, এটা অব্যাহত রাখেন। সব মিলিয়ে কিছু দিন পর টের পাবেন কত ধানে কত চাল। আপনাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায়।
এসময় অবৈধ ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ্বর।
কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ কৃষকদলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
পিএনএস/রাশেদুল আলম
কারা আওয়ামী মন্ত্রী-এমপিদের পালাতে সহযোগিতা করেছে: অন্তবর্তী সরকারকে গয়েশ্বর
11-12-2024 11:22PM