স্ন্যাপচ্যাটেও টেক্সট এডিট করা যাবে

  03-05-2024 09:12PM

পিএনএস ডেস্ক : এবার ব্যবহারকারীদের জন্য বার্তা সম্পাদনার (এডিট) সুযোগ নিয়ে আসছে স্ন্যাপচ্যাট। এই ফিচারটি ‘শিগগিরই’ চালু হবে।

তবে কোম্পানিটি বলেছে, প্রাথমিকভাবে কেবল ‘স্ন্যাপচ্যাট প্লাস’ গ্রাহকরাই এটি ব্যবহারের সুযোগ পাবেন।

এই ফিচারে ব্যবহারকারীকে নিজের বার্তা রিফ্রেশ করা ও টাইপিংয়ের বিভিন্ন ভুল ঠিক করার জন্য পাঁচ মিনিট সময় পাবেন।

এ ছাড়া, যেসব বার্তা সম্পাদনা করা হয়েছে সেগুলোতে লেবেলও যোগ করা হবে। ফলে কোন বার্তাগুলো পরিবর্তিত হয়েছে সে সম্পর্কে ধারণা পাবেন ব্যবহারকারী।

তবে ফিচারটি সব ব্যবহারকারীর জন্য কবে নাগাদ চালু হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি স্ন্যাপ। তবে যারা অর্থ দিয়ে স্ন্যাপচ্যাট ব্যবহার করেন তারাই এই সুবিধা আগে পাবেন।

গত সপ্তাহে স্ন্যাপচ্যাট ঘোষণা দেয়, তাদের মাসিক তিন দশমিক ৯৯ ডলারের গ্রাহক সেবা ‘স্ন্যাপচ্যাট প্লাস’ ৯০ লাখ গ্রাহকের মাইলফলক স্পর্শ করেছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন