পিএনএস ডেস্ক: জুলাই-আগস্টের যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতন হয়েছে, তার মূল নায়ক দেশের জনগণ ও সাধারণ শিক্ষার্থীরা। এমনটাই মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মূল নায়ক এ দেশের জনগণ এবং সাধারণ শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের ফলেই আমি বেঁচে আছি। সাধারণ মানুষরাই মূলত রাজপথে নেমে এসে আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমি আজ সেই জনগণ এবং আন্দোলনে শহীদ ও হতাহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে বিটিআরসির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, গণআন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সারাদেশের মানুষের মধ্যে ইতিবাচক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সবার মধ্যে একটি ধারণা জন্মেছে যে, আমরা এখন পারবো নতুন বাংলাদেশ গড়ে তুলতে।
পিএনএস/রাশেদুল আলম
গণঅভ্যুত্থানের মূল নায়ক জনগণ ও সাধারণ শিক্ষার্থী: নাহিদ
23-09-2024 01:51AM