কালিয়াকৈরে দুই শ্রমিকের মৃত্যু

  20-09-2023 05:52PM

পিএনএস ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার নির্মাণাধীন সেফটি টাংকি পরিষ্কার করতে গিয়ে মাহাবুব ও শাহিন নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শ্রমিক।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে শামসুল আলমের ছয়তলা ভবনের নির্মানাধীন সেফটি ট্যাংকির সেন্টারিং বাশ খুলতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। প্রথমে একজন ভিতরে নেমে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ওই শ্রমিককে বাঁচাতে গেলে সেও জ্ঞান হারিয়ে ফেলেন পরে আরো একজন শ্রমিক বাসা থেকে গেলে সেও অজ্ঞান হয়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দুই শ্রমিক লাশ উদ্ধার করেন। এ সময় আরও একটি একজনের শ্রমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নির্মাণাধীন টাংকির সেন্টারের বাশ খুলতে গিয়ে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। অপর একজন আহত হয়েছেন, তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন