পিএনএস ডেস্ক: বাস ভাড়া কমানোর দাবিতে ১৭ নভেম্বর ডাকা আধাবেলা হরতাল প্রত্যাহার করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি।
এর আগে বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাস ভাড়া কমানোর বিষয়টি জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বাস ভাড়া কমানোর ঘোষণার সময় বাস মালিকরাও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।
পরে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ডাকা রোববারের আধাবেলা হরতাল প্রত্যাহারের অনুরোধ জানান জেলা প্রশাসক।
বাস ভাড়া কমানোর বিষয়ে তিনি বলেন, ২০২২ সালে বিআরটিএ ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করেছিল, তবে ২০২৪ সালের এপ্রিলে নতুন প্রজ্ঞাপনে ভাড়া ৫৩ টাকা নির্ধারণ করা হলেও বাস মালিকরা ৫৫ টাকা আদায় করে আসছিল। এ নিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাস ভাড়া ৪৫ টাকা করার দাবি জানানো হয়।
জেলা প্রশাসক বলেন, আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে বাস মালিক ও যাত্রী অধিকার সংগঠনের সঙ্গে আলোচনা করেছি। দীর্ঘ আলোচনার পর এবং ডিজেলের দাম কিছুটা কমানোর পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হবে।
বাস মালিকদের অনুরোধ করে মাহমুদুল হক বলেন, ফ্লাইওভার নির্মাণের পর মাইলেজ পরিমাপ পুনঃমূল্যায়ন করা হয়েছে, যার ফলে বাস মালিকদের জন্য লাভজনক একটি সমাধান বের হয়েছে। আগামী সোমবার থেকে ৫০ টাকা ভাড়া কার্যকর হবে এবং এটি অবশ্যই বাসস্ট্যান্ড, চাষাঢ়া, শীবুমার্কেটসহ সব পয়েন্টে যথাযথভাবে কার্যকর করতে হবে।
এরপর আরেকটি সংবাদ সম্মেলনে রফিউর রাব্বি বলেন, আমাদের দাবিগুলোর সুরাহা আজকে জেলা প্রশাসকের ঘোষণার মধ্য দিয়ে হয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। আমরা জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। আমাদের ২১ দিনের আন্দোলন এ পর্যন্ত আসার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের ভূমিকা রয়েছে।
বিএনপি, জামায়াতসহ ইসলামিক দলগুলোকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে রাব্বি বলেন, তারা আমাদের নৈতিক সমর্থন জানিয়েছে। আমরা মনে করি, এ আন্দোলনে আমাদের যে প্রাপ্তি- এটা জনগণের বিজয়।
পিএনএস/রাশেদুল আলম
কমলো ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া, হরতাল প্রত্যাহার
17-11-2024 03:00AM