কুতুবপুরে সর্বস্তরের জনতার বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত

  17-12-2024 04:19PM

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে চারবারের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ মো. মনিরুল আলম সেন্টুর পক্ষ থেকে মহান বিজয় বিজয় দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কুতুবপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। বিজয় র‍্যালিটি নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে নয়ামাটি, চিতাশাল হয়ে দেলপাড়া টেম্পুষ্ট্যান্ডে গিয়ে
সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার, ফেস্টুন, প্লাকার্ডসহ ব্যান্ডপার্টি বাজিয়ে স্থানীয় নানা শ্রেণি পেশার বিভিন্ন বয়সের সাধারণ মানুষ অংশ নেন নান্দনিক এই বিজয় র‍্যালিতে।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত সাবেক জেলাদল ছাত্র নেতা নাঈমুর রওনক খান, ইউনিয়ন কৃষক দলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সোহান, ছাত্র নেতা পরশ রনি, ৮নং ওয়ার্ড বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ জুয়েল ও ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুল ইসলাম লিখনের নেতৃত্বে কুতুবপুরের বিভিন্ন সামাজিক, পেশাজীবী, সুশীল সমাজের হাজার হাজার মানুষ বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করে।

বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে কুতুবপুরের চেয়ারম্যান আলহাজ মো. মনিরুল আলম সেন্টুর পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, চেয়ারম্যান সেন্টু কেবল একজন জনপ্রতিনিধি নয় তিনি গোটা কুতুবপুরের অভিভাবক। এই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে চেয়ারম্যান সেন্টুর বিকল্প নেই। তিনি অসহায়ের সহায় আর অপরাধীদের জন্য মূর্তমান আতঙ্ক।

বক্তারা আরো বলেন, নারায়ণগঞ্জের আওয়ামী গডফাদার শামীম ওসমানের দোসররা বলতো সেন্টু চেয়ারম্যান বিএনপি নেতা আর এখনকার হাইব্রিড বিএনপি নেতারা বলছেন তিনি নৌকার লোক। আমরা কুতুবপুরবাসী স্পষ্ট করে বলে দিচ্ছি তিনি জনতার লোক। তার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র রুখে দিতে কুতুবপুরের সাধারণ মানুষ সদা জাগ্রত।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা সাবেক ছাত্র নেতা ফেরদৌস রাজু, থানা যুবদল ও ইউনিয়ন বিএনপি নেতা সাকিল মৃধা, ছাত্র নেতা জুবায়ের জাবেদ ও ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয় প্রমুখ।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন