রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী

  19-12-2024 04:16PM

পিএনএস ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে এমন খবরে এলাকাবাসী ব্যাংকটির সামনে অবস্থান নিয়েছে। পরে খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইরে থেকে ব্যাংকটি ঘিরে রেখেছেন।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ব্যাংকটিতে ঢুকে ডাকাত দলের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কেরানীগঞ্জে পূবালী ব্যাংকের একটি শাখাতে একদল ডাকাত প্রবেশ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এরপর ব্যাংকের পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে মাইকিং করে ব্যাংকে ডাকাত ঢুকার তথ্য জানানো হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ব্যাংকটি বাহির থেকে ঘিরে রেখেছেন।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা জানতে পেরেছি দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা ব্যাংকটিতে প্রবেশ। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন