পিএনএস ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, একজন প্রধানমন্ত্রী গণভবন থেকে পালিয়ে যাবে, এটা জাতির জন্য বড় লজ্জার। ভারত তাঁর আসল ঠিকানা, সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার কক্সবাজারের টেকনাফ পৌরসভার বাসস্ট্যান্ডে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধান প্রধান অতিথির বক্তৃতায় শাহজাহান বলেন, যারা আমাদের নিষিদ্ধ করেছি, অল্প সময়রের ব্যবধানে বাংলাদেশের মানুষ তাদের রাজনীতি নিষদ্ধ করেছে। আমাদের সেই ছাত্র-তরুণদের ত্যাগ এবং ঐক্য ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আমরা আজ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। নতুন বাংলাদেশের জন্য একটি নতুন সংসদ প্রয়োজন হবে। বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না। তারা চায় চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ব্যবসায়ীরা চাঁদাহীন ব্যবসা করতে চান।
তিনি বলেন, ‘আজকে কর্মী সমাবেশে মাধ্যমে দাবি তুলছি, একটি নতুন এবং ব্যতিক্রম ধর্মী সংসদ গঠন করার জন্য আনুপাতিক হারে একটি নির্বাচন পদ্ধতি দাবি করছি। ব্যক্তিকেন্দ্রীক ভোট যদি বন্ধ হয়ে যায়, তাহলে হানাহানি বন্ধ হয়ে যাবে। এতে নির্বাচনে কালো টাকার প্রতিযোগিতাও বন্ধ হয়ে যাবে।’
বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, টেকনাফের মানুষ অপহরণ বাণিজ্য থেকে বাঁচতে চায়। অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর অভিযানের দাবি জানান। টেকনাফের শাহপরীর দ্বীপের গরু আমদানির বৈধ করিডোর খুলে দেওয়া, জেলেদের জন্য নাফ নদীতে মাছ ধরা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান বর্তমান সরকারের কাছে।
সভায় আরও বক্তব্য দেন- কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, কক্সবাজার জেলা সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিক উল্লাহ, উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ এবং টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাঈল প্রমুখ।
পিএনএস/রাশেদুল আলম
একজন প্রধানমন্ত্রী পালিয়ে যাবে, এটা জাতির জন্য লজ্জার: জামাত
12-01-2025 02:29AM