জরুরি দরকারে ডেকে যুবককে বলাৎকার

  12-03-2025 03:28PM

পিএনএস, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে সড়ক থেকে ডেকে নিয়ে এক যুবককে (২০) বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

এর আগে, গত শনিবার (৮ মার্চ) রাতে বন্দরের শাহি মসজিদ পল্লী বিদ্যুৎ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাঈদ ওই এলাকার মঞ্জুর মহাজনের ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই যুবক সহজ-সরল প্রকৃতির। গত শনিবার রাতে ওই যুবক বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী সাঈদ তাকে জরুরি কথা আছে বলে তার নিজ বাসায় ডেকে নিয়ে বলাৎকার করে এবং এই বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় ভুক্তভোগী ওই যুবককে। তবে ভুক্তভোগী যুবক মঙ্গলবার বিকেলে তার পরিবারকে জানালে বন্দর থানায় মামলা করা হয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন