আমরা ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করেছি: নুরুল হক নুর

  18-01-2025 02:19AM

পিএনএস ডেস্ক: মাতৃভূমি রক্ষায় যোগ্য নেতৃত্বের বিকল্প নেই মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘দেশের সঠিক নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা নিয়ে কাজ করতে হবে। আমরা ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করেছি। আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করেছিল। আগামীতে কোনো সরকার যাতে এমন করতে না পারে, সেজন্য জনগণকে সচেতন থাকতে হবে।’

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী কলেজ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।

তিনি বলেন, ‘ভারতের আশীর্বাদপুষ্ট আওয়ামী পরিবারতন্ত্র দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। সেই অন্যায়ের জবাব দিয়েছে ছাত্র-জনতা। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সূচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে।’

বাংলাদেশ-ভারত সীমান্তে ফেলানী হত্যার বিষয়ে তিনি বলেন, ‘১৪ বছরেও সীমান্তে ফেলানী হত্যার বিচার হয়নি। যা আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে। আমরা এই অন্যায় কোনোভাবেই মেনে নিতে পারি না।’

অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য। যদি তারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে তাদেরও ছাড় দেওয়া হবে না। গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।’

এছাড়াও বক্তব্য রাখেন—গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সচিব মাসুদ রানা মোন্নাফ,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নূরে এরশাদ সিদ্দিকী, কুড়িগ্রাম জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেন কামাল প্রমুখ।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন