নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

  18-01-2025 09:19PM

পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিলন মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ জানুয়ারি) কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানাগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের ভাই জহর আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। মিলন আড়াইহাজার-সোনারগাঁও এলাকা দিয়ে মেঘনা নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মতিন এবং প্রতিপক্ষ জহর আলী গংদের মধ্যে সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে ইসমাইলের নেতৃত্বে মতিন, সুফিয়ান, আরিফ, সাঁজোয়ারসহ আরো বেশ কয়েকজন মিলনকে পিটিয়ে আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন ডাক্তার।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলবে।

নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন