রাজশাহীতে বিজিবি সদস্যদের মারধর করে মহিষ ছিনতাই

  20-01-2025 01:21AM

পিএনএস ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে বিজিবি সদস্যদের মারধর করে দুইটি ভারতীয় মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে গোদাগাড়ী থানায় মামলা করেছে বিজিবি।

শনিবার রাত দেড়টার দিকে বিজিবির পক্ষ থেকে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে মহিষ ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। রবিবার রাতে বিষয়টি জানাজানি হয়।

বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের রাজাবাড়ি বিশেষ ক্যাম্পের হাবিলদার শাহ আলম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন গোদাগাড়ী উপজেলার নাজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মুকুল, হাসান, বিয়ানাবোনা গ্রামের আক্কাশ, জীবন, বাবলু, ডলার, নয়ন , বিজয়নগর গ্রামের হামিদ, একই গ্রামের জনি , তার ভাই টনি, বিয়ানাবোনা গ্রামের মৃত ক্লাইভের ছেলে মো. জনি ও পবা উপজেলার গহমাবোনা গ্রামের বায়েজিতের ছেলে সিজার ।

মামলার এজাহারে বলা হয়েছে, বিজিবি সদস্যরা খবর পান নাজিরপুর গ্রামের গরু-মহিষের ব্যবসায়ী মুকুল ভারত থেকে চোরাপথে দুটি মহিষ এনে বাড়ির পাশের জঙ্গলে রেখেছেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযানে যান। তখন মুকুল কৌশলে পালিয়ে যান। মুকুলকে না পেলেও বিজিবি সদস্যরা মহিষ দুটি জব্দ করে রাজাবাড়ী বিশেষ ক্যাম্পে আসছিলেন। আসার পথে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র এবং লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে বিজিবি সদস্যদের ওপর হামলা করেন এবং মহিষ নিয়ে যেতে বাঁধা দেন। তারা বিজিবি সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে অতর্কিতভাবে বিজিবি সদস্যদের ধাক্কা দেন এবং কিল-ঘুষি মেরে টেনে-হিঁচড়ে মহিষ দুটি ছিনিয়ে নেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এ মামলা করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, মামলার বাদী বিজিবির হাবিলদার শাহ আলম। বিজিবিকে মারধর ও সরকারি কাজে বাধা দানেরও অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন