পিএনএস ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই ছালামত আলী (৫০) খুন হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বটতলী ইউনিয়নে চাপাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছালামত আলী স্থানীয় সিদ্দিক আহমদের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।
ভুক্তভোগী ছালামতের ছেলে আব্দুর রহমান বলেন, টিউবওয়েলের পানি খাওয়ার জন্য পাইপ স্থাপনের বিষয়ে আমাদের সঙ্গে চাচার পরিবারের ঝগড়া হয়। সর্বশেষ মঙ্গলবার সকালে সেনাবাহিনী সিইউএফএল ক্যাম্পের মাধ্যমে পাইপ স্থাপনে বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আমরা পাইপ স্থাপন করতে গেলে চাচা মোহাম্মদ আলী (৬০) ও তার পরিবারের লোক আমার আব্বুকে লোহার রড দিয়ে হামলা করে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
পিএনএস/রাশেদুল আলম
চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
12-03-2025 03:28AM
