পিএনএস ডেস্ক: ফরিদপুরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের ৮ জন। এসময় প্রায় ২০ বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার সকালের দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে রবিবার বিকেল থেকে ওই এলাকায় একটি পুকুরে মাছ ধরা নিয়ে হাশেম খান ও আক্কাস মাতুব্বরের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। হামলার সময় একপক্ষের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস মাতুব্বর এবং বিএনপি নেতা হাশেম খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার বিকেলে ওই এলাকার একটি পুকুরে মাছ ধরা নিয়ে দুইপক্ষের সমর্থকের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর থেকে দুইপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে সোমবার সকাল ৯টার দিকে ঢাল সড়কি লাঠিসোটা নিয়ে হাসেম খানের শতাধিক সমর্থকরা গিয়ে আক্কাস মাতুব্বরের বাড়িসহ তার সমর্থকদের বাড়িঘরে হামলা করে ভাঙচুর চালায়। এসময় গরু-ছাগলসহ মালামাল লুটের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই আক্কাস মাতুব্বরের সমর্থকরা সংগঠিত হয়ে হাসেম খাঁ ও তার সমর্থকদের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৮জন আহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে মারাত্মক আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। এ সময় একপক্ষের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, পাল্টাপাল্টি হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে ঘটনাস্থল এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।
এসএস
ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি হামলা, আহত ৮
03-02-2025 06:10PM