পিএনএস ডেস্ক: ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন। স’মিলের গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটন ঘটে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সৌরভ ও দেবু। তারা নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা। অন্যজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, রাত ৮টার দিকে তিনজন একটি মোটরসাইকেলযোগে ফেনী থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। পথে বেকের বাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা স’মিলের গাছের গুঁড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চলে যায়। এতে ঘটনাস্থলেই সৌরভ ও দেবুর মৃত্যু হয়। গুরুতর আহত অন্যজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ। তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পিএনএস/রাশেদুল আলম
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাগনভূঞায় ৩ যুবক নিহত
03-02-2025 11:10PM