পিএনএস ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে ভোলা সদরের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের ‘প্রিয় কুটির’ নামের বাড়িটিতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাতে এসে প্রিয় কুটির নামের এই বাড়িতে বসবাস করতেন তোফায়েল আহমেদ। বাড়িটিতে বসেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখানে আর কেউ আসেননি। বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।
বৃহস্পতিবার মধ্যরাতে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তোফায়েল আহমেদের বাড়িটিতে প্রথমে ভাঙচুর চালান বিক্ষুব্ধ জনতা। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেন তারা।
পিএনএস/রাশেদুল আলম
ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে আগুন
06-02-2025 02:50AM
![](/static/image/upload/news/2025/02/05/d4d43f5506a2a8031cc71a2464fd68d0_24.png?w=550&h=350)