পিএনএস ডেস্ক : তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষিতে পেট্রোল পাম্প মালিকদের তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণায় রাজধানীর রিফুয়েলিং স্টেশনে ভিড় বাড়ছে। গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সংগ্রহ করতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির ব্যাপক ভিড় দেখা যায়। রাজধানীর পরিবাগে গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে।
তেল নিতে আসা রফিকুল ইসলাম বলেন, হঠাৎ শুনলাম, পেট্রোল পাম্প মালিকরা বিভিন্ন দাবিতে আন্দোলনে যাচ্ছে। তাদের দাবি মানা না হলে নাকি তেল সরবরাহ বন্ধ থাকবে। তাই তেল নেওয়ার জন্য এসেছি।
পেশায় পাঠাও চালক ইকবাল হোসেন বলেন, পাম্পে তেল দেয়া বন্ধ হয়ে গেলে তো ঝামেলা। আয় রোজগার বন্ধ হয়ে যাবে।
এদিকে গ্রাহকদের মাঝে আতঙ্ক ছড়ালেও মালিক সমিতির একাংশের পক্ষে শনিবার সন্ধ্যায় জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এ প্রসঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম বলেন, মূলত পেট্রোল পাম্প সমিতির দুটো ভাগ আছে। যে অংশটি বড়, তারা তেল উত্তোলন স্বাভাবিক রাখবে। সুতরাং পেট্রোল পাম্পে তেল সরবরাহে কোনো বিঘ্নতা ঘটবে না।
পিএনএস/শাওন
তেল সরবরাহ বন্ধের ঘোষণায় পাম্পে ভিড়
03-09-2023 01:38AM