স্বর্ণের দাম নিয়ে সুখবর

  09-12-2023 07:33PM

পিএনএস ডেস্ক: ডলার শক্তিশালী এবং মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, শুক্রবার (৮ ডিসেম্বর) কার্যদিবস শেষে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে দুই হাজার ডলার ৪৯ সেন্টে। অথচ, দিনের শুরুতে তা ছিল দুই হাজার ৩১ ডলার ৩১ সেন্ট। একপর্যায়ে যা এক হাজার ৯৯৪ ডলার ৪৯ সেন্টে নেমে গিয়েছিল। সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ৪ শতাংশ। বিগত ১০ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে দুই হাজার ১৪ ডলার ৫০ সেন্টে। দিনের শুরুতে যা ছিল দুই হাজার ৪৮ ডলারে।

গত রোববার আউন্সে স্বর্ণের দাম উঠেছিল দুই হাজার ১৩৫ ডলার ৪০ সেন্টে, বিশ্ব ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ। ফেডের সুদহার কমানোর আভাসে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছিল। তবে, কোন সময়ের মধ্যে কমাবে তা নিশ্চিত নয়। ফলে সেদিন থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম কমেছে প্রায় ১৫০ ডলার।

এদিকে, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে গত সপ্তাহের স্বর্ণের দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ৮৮ হাজার ৪৭১ এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ২২৫ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন