জবি প্রক্টরের গাড়িতে অতর্কিত হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ

  07-01-2025 02:36AM

পিএনএস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছেন জবির শিক্ষার্থীরা।

সোমবার (৬ জানুয়ারি) বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বংশাল সুরিটোলা এলাকায় জবির প্রক্টর স্যারের গাড়ির সঙ্গে একটি রিকশায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে জবি শিক্ষার্থীরা তাঁতিবাজার সড়কে অবস্থান নেয়।

ওসি রফিকুল ইসলাম জানান, যতটুকু প্রাথমিকভাবে জানা গেছে প্রক্টর স্যারের গাড়ির সঙ্গে একটি রিকশার সংঘর্ষের ঘটনার পরপরই তর্কবিতর্ক একপর্যায়ে এলাকাবাসীসহ সেখানে একটি মারামারির ঘটনা ঘটে। এই সংবাদে সেখানে কয়েকজন শিক্ষার্থীরাও উপস্থিত হয়। প্রক্টর স্যারের শরীরের সামান্য আঘাত লেগেছে। উনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের শিক্ষার্থী তারেক হোসেন জানান, স্যারের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বের হয়েছে। আমরা এখন বংশাল থানার সামনে আছি। হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন