চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৩২ শতাংশ

  07-03-2025 12:54AM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ২৯ হাজার ৪১১ জন। পাসের হার ৩২ দশমিক ০৫ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৯৭ দশমিক ২৫।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করেও ভর্তি পরীক্ষার ফল জানতে পারবেন।

ফল প্রকাশের বিষয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, গত শনিবার (১ মার্চ) অনুষ্ঠিত হওয়া চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পাস করেছেন ২৯ হাজার ৪১১ জন। পাসের হার ৩২ দশমিক ০৫ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৬২ হাজার ৩২৮ জন।

উল্লেখ্য, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো– বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ। এ চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ১২৩টি।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন