স্ট্রোক করে হাসপাতালে অভিনেত্রী সীমানা

  27-05-2024 03:12AM

পিএনএস ডেস্ক : স্ট্রোক করে হাসপাতালে একসময়ের লাক্স সুপারস্টার মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। গত সপ্তাহে তিনি স্ট্রোক করেন তিনি। এরপর থেকে হাসপাতালেই আছেন। রোববার ( ২৬ মে) তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন সীমানার প্রাক্তন স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।

সীমানার স্ট্রোক প্রসঙ্গে আজ সন্ধ্যায় পারভেজ নিজের ফেসবুকে জানান, তার (সীমানা) স্ট্রোকটি বেশ বড় আকারের।রোববার ( ২৬ মে) সন্ধ্যা থেকে একটি হাসপাতালে সীমানার অস্ত্রোপচার চলছে।

সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬ আসরের সেরা দশের একজন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি ছেলে আছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন