পিএনএস ডেস্ক: বলিউডের নবাবখ্যাত অভিনেতা সাইফ আলী খান নিজবাড়িতেই গত ১৫ জানুয়ারি মধ্যরাতে হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। ছয়বার ছুরিকাঘাত করা হয় তাকে। হাসপাতালে ভর্তির পর দুটি অস্ত্রোপচার করা হয়। আর গত ২১ জানুয়ারি মুম্বাইয়ের লীলাবতি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন এ অভিনেতা।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আর সংবাদমাধ্যমে কথা বলতে দেখা যায়নি সাইফ আলীকে। এমনকি তিনি বা তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর বা তাদের টিমের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। যদিও একদিন বান্দ্রার ফ্ল্যাটের নিচে ক্যামেরাবন্দি হয়েছিলেন এ জুটি।
এদিকে এখন কেমন আছেন বলিউড অভিনেতা―তা জানতে উদগ্রীব হয়ে আছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এ অবস্থায় সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রথমবার সংবাদমাধ্যমে কথা বললেন সাইফ আলী।
এ বছর একসঙ্গে কয়েকটি সিনেমার নাম ঘোষণা করেছে নেটফ্লিক্স। এর মধ্যে রয়েছে ‘জুয়েল থিফ: দ্য হিস্ট বিগিংস’। এতে অভিনয় করেছেন সাইফ আলী ও জয়দীপ অহলাওয়াট। এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়ে কথা বলেন সাইফ আলী। এ সময় বেশ হাসিমুখেই ক্যামেরায় পোজ দিয়েছেন।
এ সময় শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাইফ আলী বলেন, আপনাদের সামনে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে। সিনেমাটি নিয়ে ভীষণ উত্তেজিত। সিদ্ধার্থ ও আমি এটি নিয়ে দীর্ঘদিন অনেক আলোচনা করেছি। সবসময় এ ধরনের সিনেমায় কাজের স্বপ্ন দেখেছি। ওর মতো ভালো একজন সহ-অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আর কিছুই বলার থাকে বলে মনে করি না আমি।
এ অভিনেতা জানান, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর মুম্বাই পুলিশকে তদন্তে যথেষ্ট সহযোগিতা করেছেন তিনি। দুস্কৃতিকারী শরিফুল এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
এসএস
হাসপাতাল থেকে ফেরার ১৩ দিন পর সংবাদমাধ্যমকে যা বললেন সাইফ
04-02-2025 07:58PM