পিএনএস ডেস্ক: হলুদ পাঞ্জাবি পরে হিমু হয়ে আজও অসংখ্য পাঠক হেঁটে চলেছে ময়ূরাক্ষী নদীর তীর ধরে। দেখছেন উপচেপড়া জোছনা, টাপুর-টুপুর বৃষ্টি আর মধ্যরাতের অচেনা শহরটাকে। সঙ্গে হয়তো রূপা, নয়তো না। যে নদী ও চরিত্রের স্রষ্টা হুমায়ূন আহমেদ। যাকে বাংলা সাহিত্য ও নির্মাণের সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবেও বিবেচনা করা হয়। গুনী এই মানুষটির ছোট ছেলে নিষাদ হুমায়ূন।
নিষাদ হুমায়ূনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে। যেখানে তিনি উল্লেখ করেছেন, বিষণ্নতা খুব ভয়ংকর একটা জিনিস তবে প্রকৃতিতে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়।
নিষাদ হুমায়ূন বলেন, আমরা তখন সত্যিকারের খুশি হতে পারবো যে সময় টাকা, ফোন এসব না চেয়ে প্রকৃতির মাঝে একটু শান্তিতে থাকার চেষ্টা করবো। ফোনের জন্য কোনো শান্তি নেয়।
প্রকৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নুহাশ পল্লীতে আসলে আমি অনেক কিছু ভুলে যায়। শহরের মধ্যে অসুবিধাটা হচ্ছে ইন্টারনেট না থাকলে ঘরে বসে কী করবো।
নিষাদের ভাষ্য, এ সুন্দর একটা জায়গার মধ্যে শুধু এই আবহাওয়া এই রোদটা এই বাতাসটা অন্যরকম লাগে। এখানে আসার আগে ডেটা কিনেছি ভাবলাম ইন্টারনেট না থাকলে কী করবো, এখানে আসার পরে ফোন হাতে নেইনি, প্রকৃতির মাঝে রয়েছি।
নিষাদ বলেন, আমরা মানুষ হিসেবে এত জিনিস চায় কেন। আমার মাধে-মধ্যে মনে হয় যদি নতুন আইফোনটা থাকতো যদি এয়ারপডস প্রোসহ নতুন গাড়ি থাকতো। কিন্তু এখানে এসে সব ভুলে যায়, মনে করি যে শুধু এ জায়গায় বসে একটা আরাম পাওয়া যায়।
তার কথায়, আমি সাইকো থেরাপিস্ট হতে চাই। ব্যাপারটা হচ্ছে একটা মানুষের যদি বিষণ্নতায় থাকে তবে প্রকৃতির মাঝে থাকলে খুব সাহায্য করতে পারবে উনাকে। বিষণ্নতা খুব ভয়ংকর একটা জিনিস তবে প্রকৃতিতে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়।
এদিকে নিজের বাবাকে পাগল উল্লেখ করে নিষাদ বলেন, পাগলি ছাড়া কী পৃথিবী চলবে? পাগলি ছাড়া কিন্তু পৃথিবী চলবে না। স্যার আইজাক নিউটন কত বড় পাগল! তার পাগলামি ছাড়া কী পদার্থবিজ্ঞান হতো? আমার শুয়ে আছি, আমার মাথার উপর যদি একটা আপেল পড়ে আমি ভাববো ওহ আপেল পড়ছে কিন্তু স্যার আইজাক নিউটন কিন্তু নিজেই নিজেই ভেবেছে কেনো আপেলটা পড়লো।
এরপর পুরো জীবন কাজ করেছে কেনো আপেলটা নিচে পড়লো এইটার ব্যাপারে। এরপর সে পদার্থবিজ্ঞান আবিষ্কার করলো। আসলে পাগলটা আমাদের লাগে। আমার বাবা অবশ্যই পাগল তাই তিনি একজন অসাধারণ মানুষ। পাগল আমাদের লাগবে। পাগল ছাড়া আইডিয়া পাবো না।
নিষাদের সেই ভিডিও শেয়ার দিয়ে অভিনেতা খাইরুল বাসার লিখেছেন, এই পাগলটা যে কত মিষ্টি কত সুন্দর! এই বয়সে তার বোধ ভাবনার কি দারুণ চর্চা নিজের মাঝে! অনেক সুন্দর থাকুন সুন্দর পাগল
খাইরুল বাসারের সেই পোস্টে শাহীন রেজা নামে একজন মন্তব্য করেছেন, এই টুকু কথা বুঝতে অনেকে আস্ত জীবনও পার করে ফেলে, আর ও কত অল্প বয়সে কত গভীর দর্শনে ডুব দিয়েছে। ভবিষ্যতে বাবার মতই বাংলাদেশকে অনেক কিছু দেবে।
পিএনএস/রাশেদুল আলম
হুমায়ূন আহমেদকে পাগল উল্লেখ করলেন ছেলে নিষাদ
16-11-2024 10:29PM