আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট ‘৮৪০’, যা বললেন ফারুকী

  09-12-2024 06:05PM

পিএনএস ডেস্ক: সময়টা ২০০৭ সাল, বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে সিরিজ ‘৪২০’ নির্মাণ করেছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। লম্বা বিরতির পর সিরিজটির সিক্যুয়েল হয়ে পর্দায় ফিরছে ‘৮৪০’। তবে ওয়েব সিনেমা হলেও তা মুক্তি দেওয়া হচ্ছে হলে। আগামী ১৩ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ নামের এ ওয়েব সিনেমার ট্রেলার। যা প্রশংসিত হয়েছে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ফারুকী বলেন, সিনেমার কাজ তো বাস্তব থেকে মধু আহরণ করে পর্দায় উপস্থাপন করা। এটার শুটিং করেছি ২০২৩ সালের নভেম্বর মাসে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তার সব ফ্যাসিবাদী যন্ত্রও ক্ষমতায়। এটা ঠিক যে শুটিং করার সময় আমরা আশঙ্কার মধ্যে থাকতাম। আমরা যে চিত্রনাট্য নিয়ে শুটিং করছি, এটা যদি কেউ টের পেয়ে যায়, তাহলে আমাদের কী হবে!

নওগাঁয় শুটিংয়ের ঘটনা উল্লেখ করে ফারুকী বলেন, একদিন শুটিংয়ের সময় বলেছিলাম যে জেলা পর্যায়ের ডিসি অফিসে সাধারণত কোন ধরনের মানুষ থাকেন, তাদের আনা হোক। প্রবীণ বেশ কয়েকজন মানুষকে আনা হয়। আমরা শুটিং করছি। শুটিংয়ে সংলাপ ছিল, নির্বাচন ছাড়াই মেয়র ডাবলুকে আরও পাঁচ বছর রেখে দেওয়া হোক। এই সংলাপ শুনে পাশে বসা ওই শহরের এক প্রবীণ ব্যক্তি হঠাৎ করে কাউকে কিছু না বলে গোমড়া মুখে উঠে চলে গেলেন। আমি মনিটর দেখে আতঙ্কিত হলাম, কী ব্যাপার! কিছুক্ষণ পর জানতে পারলাম, যিনি উঠে গেছেন, তিনি আওয়ামী লীগের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। যাওয়ার সময় একজনকে বলে গেছেন, ‘উনি (মোস্তফা সরয়ার ফারুকী) কি চালাক? উনি মনে করছে আমরা বোকা, আমরা বুঝি না উনি কী নিয়ে শুটিং করছেন!’ (হাসি) এরপর থেকে সত্যি আমি আশঙ্কায় ছিলাম, কবে না জানি আবার ফাঁস হয়ে যায় সবকিছু। যাই হোক ঠিকমতো শুটিং করতে পেরেছিলাম।

নিজের নির্মাণকে আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট সম্বোধন করে বলেন, এটা ঠিক যে ট্রেলার দেখে দর্শক যেমন বুঝতে পারছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল, এটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে পেরেছি। এটাকে আমরা বলতে পারি, আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট। আমি বিশ্বাস করি, এই দুঃশাসন নিয়ে আরও এক্স-রে রিপোর্ট সামনে হবে।

‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এ অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, জয়, মারজুক রাসেল, মম প্রমুখ। সিনেমা হলের পর পর্যায়ক্রমে টেলিভিশন ও ওটিটিতে ‘৮৪০’ মুক্তি পাবে বলে জানিয়েছেন ফারুকী।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন