ইরানে কঠোর হিজাব বিল পাস করলো পার্লামেন্ট

  21-09-2023 12:32PM





পিএনএস ডেস্ক: ‘অনুপযুক্ত’ পোশাক পরলে ইরানের নারীদেরকে ১০ বছর পর্যন্ত জেল ও জরিমানা করা হবে। এমন একটি বিল দেশটির পার্লামেন্ট পাস করেছে। বুধবার হিজাব বিষয়ক বিল পাস হলেও তা আইনে পরিণত হতে হলে এখনও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন লাগবে। তারা অনুমোদন দিলেই এটি আইনে পরিণত হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এই বিলের অধীনে নারীদের পোশাকে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত বছর সেপ্টেম্বরে নৈতিক পুলিশের হেফাজতে যুবতী মাহসা আমিনি মৃত্যুর পর দেশজুড়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ হয়। তার এক বছরেরও বেশি সময় পর এই বিলটি এলো। এর আগে নারীরা তাদের মাথার স্কার্ফ খুলে প্রতিবাদ হিসেবে তা পুড়িয়েছেন অথবা বিক্ষোভের সময় তা বাতাসে দুলিয়েছেন। এসব প্রতিবাদ বিক্ষোভের সময় দমনপীড়নে কয়েক শত মানুষ নিহত হয়েছেন বলে রিপোর্ট করা হয়েছে। বাধ্য হয়ে নৈতিক পুলিশ কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর আবার রাস্তায় ফিরেছে।

কিন্তু সার্ভিলেন্স ক্যামেরা ও তাদেরকে উপেক্ষা করে চুল বের করে প্রকাশ্যে জনসভায় নারীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।

ইরানের আইনের অধীনে বয়ঃসন্ধিক্ষণে পৌঁছার পর সব নারী ও বালিকাকে অবশ্যই হিজাব দিয়ে তার মাথার চুল ঢেকে রাখতে হবে। পরতে হবে লম্বা, ঢিলেঢালা পোশাক, যাতে তাদের শরীর দেখা না যায়। বর্তমানে যারা এই নিয়ম না মানেন, তাদের জন্য ১০ দিন থেকে দুই মাস জেলের বিধান অথবা ৫ হাজার থেকে ৫ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান আছে।

বুধবার ‘হিজাব অ্যান্ড চ্যাসটিটি বিল’ পার্লামেন্ট ১৫২-৩৪ ভোটে পাস করে। এতে বলা হয়েছে, কোন ব্যক্তিকে অনুপযুক্ত পোশাকে প্রকাশ্য স্থানে দেখা গেলে তাকে ‘চতুর্থ ডিগ্রি’ শাস্তির মুখোমুখি হতে হবে। দণ্ডবিধি অনুযায়ী, এর অর্থ হলো ৫ থেকে ১০ বছরের জেল হতে পারে এবং ১৮০ মিলিয়ন থেকে ৩৬০ মিলিয়ন রিয়াল জরিমানা করা হতে পারে। কেউ নগ্নতায় উৎসাহ দিলে, হিজাব পরে মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করলে অথবা যদি কোনো গাড়িতে নারী চালক অথবা যাত্রী দেখা যায়- যারা হিজাব ও যথাযথ পোশাক পরেননি- তাহলে তারাও এই বিলের আওতায় আসবেন।

বিলটি পাঠানোর কথা রয়েছে গার্ডিয়ান কাউন্সিলে। এটি হলো ধর্মীয় নেতা এবং বিচারকদের একটি রক্ষণশীল পরিষদ। যদি তারা মনে করেন সংবিধান এবং শরীয়ার সঙ্গে সম্পর্কিত নয়, তাহলে বিলে ভেটো দেয়ার ক্ষমতা আছে এ পরিষদের।


পিএনএস/আনোয়ার



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন