হামাস-ইসরাইল আলোচনা, সর্বশেষ যে তথ্য জানা গেল

  12-01-2025 08:50PM

পিএনএস ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে একটি খসড়া চুক্তি সম্পন্ন করেছে, যা ইসরাইলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে শনিবারের এই ঘোষণা উভয়ের মধ্যে শত্রুতা বন্ধ করার প্রচেষ্টায় সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

হামাসের মুখপাত্র জিহাদ তাহা এদিন লন্ডন-ভিত্তিক প্যান-আরব সংবাদমাধ্যম আল-আরবি আল-জাদিদ টিভিকে জানান, মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের শর্তাবলী নিয়ে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করেছে।

তিনি এ সময় উল্লেখ করেন যে, দোহায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিনিধি এই ব্যবস্থাগুলোর অনুমোদন এবং চুক্তি স্বাক্ষরের জন্য অপেক্ষা করা হচ্ছে।

এদিকে সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনাগুলো ইতিবাচকভাবে এগিয়েছে বলেই জানা গেছে। কাতার-ভিত্তিক আল-আরবি টিভি জানিয়েছে, হামাসের কর্মকর্তারা বলছেন, আলোচনাগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পরবর্তী কয়েক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলেও বর্ণনা করা হয়েছে।

আল-আরবি টিভি জানিয়েছে, খসড়ার প্রাথমিক পর্যায়ে ইসরাইলি সেনা নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে প্রত্যাহার করা হবে। যার মধ্যে রয়েছে- গাজার দক্ষিণে রাফাহ সীমান্ত এবং গাজা ও মিশরের সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর। সেই সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার এক সপ্তাহ পর বন্দিদের মুক্তি এবং ইসরাইলি সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবে।

কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র একটি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে চুক্তির বিষয়ে বিস্তারিত, এটি বাস্তবায়নের সময়সূচি এবং শুরুর তারিখ প্রকাশ করবে বলে জানা গেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বৃহস্পতিবার নিশ্চিত করেন যে, একটি চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে।

তারও আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির জন্য তাৎক্ষণিক আহ্বান জানালেও দখলদার ইসরাইল গাজায় অব্যাহত হামলা চালিয়ে গণহত্যার যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

এতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রায় ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

আন্তর্জাতিক অপরাধ আদালত নভেম্বর মাসে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

ইসরাইল গাজার বিরুদ্ধে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে একটি গণহত্যার মামলারও মুখোমুখি। সূত্র: আনাদোলু এজেন্সি

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন