সরকারি চাকরিজীবীকে তুলে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা!

  01-12-2023 10:59PM

পিএনএস ডেস্ক : ‌ভারতের বিহারে হাইস্কুলে সদ্যই চাকরি পাওয়া এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গেছে কয়েকজন অপহরণকারী। এরপর এক অপহরণকারীর মেয়ের সঙ্গে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে পড়ানো হয়েছে ওই যুবকের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গত বুধবার বিহারের বৈশালী বিভাগে এ ঘটনা ঘটে।

ওই দিন বৈশালীতে অবস্থিত উতক্রোমিত মধ্যবিদ্যালয়ে যায় চার অপরহরণকারী। সেখান থেকে নতুন শিক্ষক হিসেবে যোগ দেওয়া গৌতম কুমার নামের এক যুবককে অপহরণ করে নিয়ে যায় তারা। এরপর রাজেস রায় নামের এক অপহরণকারীর মেয়ের সঙ্গে তাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। বিয়ে পড়ানোর সময় তার মাথায় অস্ত্র ঠেকানো হয়।

অপহরণের ব্যাপারে জানতে পেরে গৌতম কুমারের পরিবারের সদস্যরা পথ আটকে দিয়ে প্রতিবাদ জানান। এরপর পুলিশের দারস্থ হন তারা। ওই অপহরণকারীদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ বুধবার রাতেই অপহরণ করে নিয়ে যাওয়া স্কুল শিক্ষককে খুঁজে বের করতে অভিযানে নামে।

এনডিটিভি জানিয়েছে, বিহারে অবিবাহিত ভালো চাকরি পাওয়া যুবকদের অপহরণ করে অস্ত্রের মুখে বিয়ে করতে বাধ্য করার ঘটনা এর আগেও ঘটেছে।

কয়েক বছর আগে ভিনোদ কুমার নামের ২৯ বছর বয়সী এক যুবককে অপহরণ করে এমন জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছিল। বিনোদ ওই সময় বোকারো স্টিল প্ল্যান্টের ম্যানেজার হিসেবে কাজ করতেন।

সূত্র: এনডিটিভি

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন