পশ্চিমাদের কাছে আরও অস্ত্র চান জেলেনস্কি

  10-05-2024 12:06PM




পিএনএস ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র প্রয়োজন। অস্ত্র সরবরাহ বাড়ানো হলে, আমরা রুশ বাহিনীকে ঠেকাতে পারব।

বৃহস্পতিবার ইউক্রেন সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রুশ বাহিনীর অগ্রসর থামান যাবে যদি বন্ধু রাষ্ট্রগুলো (পশ্চিমা দেশ) অস্ত্রের সরবরাহ বাড়ায়। অস্ত্র সরবরাহ বাড়ানোর জন্য আমাদের অংশীদারদের ওপর সর্বোচ্চ চাপ দিচ্ছি।

জেলেনস্কি বলেন, রুশ দখলকৃত শহর আভদিভকা ও পোকরভস্কে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। যা এখনো ইউক্রেনের দখলে রয়েছে।

রুশ বাহিনীকে আটকাতে হলে অতিরিক্ত ব্রিগেডকে সাজাতে হবে বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, ড্রোন ও আর্টিলারি শেল উৎপাদন ইউক্রেনকে রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করেছে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন