হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

  10-05-2024 02:19PM




পিএনএস ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরাইলের মালকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হন।

বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করেছে, বুধবার মালকিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। খবর টাইমস অব ইসরাইলের।

ইসরাইলি বর্বর বাহিনী জানিয়েছে, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইম সাবাচ। ২০ বছর বয়সি এ সার্জেন্ট ইসরাইলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কম্ব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিলেন। হিজবুল্লাহর এ হামলায় ইসরাইলের আরেক সেনা আহত হন।

এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে চলতি সপ্তাহের শুরুর দিকে সংঘর্ষে আহত হওয়া এক কমান্ডো পুলিশ অফিসার মারা গেছেন। ২৮ বছর বয়সি চিফ ইন্সপেক্টর ইটাভ লেভ হালেভি ইসরাইলের ‘এলিট ইয়ামান কাউন্টার টেররিজম ইউনিট’-এ কর্মরত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন