পিএনএস ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ইসরাইলের নৃশংস হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭১ জন। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালেও পশ্চিম তীরের জেনিন শহরে ও জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলছে, প্রায় ৯০ জন অজ্ঞাতপরিচয় ফিলিস্তিনির মৃতদেহ ইসরাইলি বাহিনী নিয়ে গিয়েছিল। সেগুলো ফেরত পাঠিয়েছে তারা। পরে তাদেরকে গণকবরে দাফন করা হয়েছে। ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচে আদ্রেই বলেছেন, ইসরাইলি বাহিনী শুজাইয়া এলাকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৩৯ হাজার ৬২৩ বেসামরিক নাগরিক। আহত কমপক্ষে ৯১ হাজার ৪৬৯ জন। ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস (পিএইচআর) বলেছে যে- এই সংখ্যাটি ‘১০ মাস সময়ের অন্য যেকোনো সংঘর্ষে’ স্বাস্থ্যসেবার উপর সর্বোচ্চ আক্রমণের পরিমাণ।
পিএইচআর বলেছে, ডাক্তার, রোগী, ক্লিনিক ও স্বাস্থ্য অবকাঠামোর উপর এ হাজারেরও বেশি আক্রমণ অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে জনস্বাস্থ্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। পিএইচআরের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার গবেষক হোসাম আল-নাহাস বলেছেন, ফিলিস্তিনি অঞ্চলে স্বাস্থ্যের উপর যে ধরনের আক্রমণ হয়েছে এরকম আক্রমণের নজির খুব কমই আছে।
তিনি বলেন, এ আক্রমণ কেবল ইট-পাথরের বিল্ডিংগুলোতে আক্রমণ নয়। এ আক্রমণে হাসপাতালের বিছানা, প্রয়োজনীয় ওষুধ, অস্ত্রোপচার এবং নারী, পুরুষ, ছেলে-মেয়েদের জীবন কেড়ে নিয়েছে। সূত্র: আল-জাজিরা।
এসএস
গাজায় ইসরাইলি বর্বরতায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত
06-08-2024 06:51PM