পিএনএস ডেস্ক : ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দ্রুত সমালোচনা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে ‘পারসোনা নন গ্রাটা' বা অবাঞ্ছিত ঘোষণা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস৷
এর একদিন পর বৃহস্পতিবার গুতেরেসের পাশে থাকার কথা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী ও ১০ অস্থায়ী সদস্যরাষ্ট্র৷ ইসরায়েলের নাম উল্লেখ না করে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘের মহাসচিবের সঙ্গে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রের একটি কার্যকর সম্পর্ক থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে৷ তার (মহাসচিব) কাজ ও তার অফিসকে ক্ষুণ্ণ করে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে সব সদস্যরাষ্ট্রের প্রতিও আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদের সদস্যরা৷
গতবছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা করার পর থেকে ইসরায়েল ও জাতিসংঘের মধ্যে সম্পর্ক মাঝেমধ্যে তিক্ত হতে দেখা গেছে৷ বুধবার গুতেরেসকে পারসোনা নন গ্রাটা ঘোষণার সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তাকে সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থন করা ইসরায়েল-বিরোধী মহাসচিব বলে আখ্যায়িত করেন৷
যে বা যারা দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের উপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারে না, তারা ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন বলে এক বিবৃতিতে বলেন কাটস৷
একইদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে (যেখানে ইরান ও ইসরায়েলের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন) গুতেরেস বলেন, আমি আবারও ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করছি৷
পিএনএস /আনোয়ার
জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা পরিষদের সমর্থন
05-10-2024 10:08AM