রুশ জেনারেল হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল

  18-12-2024 04:31PM

পিএনএস ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর একটি ভবনে প্রবেশ করছিলেন শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই তছনছ হয়ে যায় ঘটনাস্থল। নিহত হন কিরিলভ। একই পরিণতি হয় সঙ্গে থাকা তার এক সহযোগীর।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ইগর কিরিলভের এবং তার সহকারীর মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন এক উজবেক নাগরিককে আটক করা হয়েছে। ২৯ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি রিমোট-কন্ট্রোল বোমা ব্যবহার করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ রাশিয়ার রেডিওলজিক্যাল, বায়োলজিক্যাল ও কেমিক্যাল সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে ইলেকট্রিক স্কুটারে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন। ঘটনাটি ক্রেমলিন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ঘটে।

বিস্ফোরণের ঠিক এক দিন আগে ইউক্রেনের প্রসিকিউটররা ইগর কিরিলভকে দোষী সাব্যস্ত করেন (অনুপস্থিত অবস্থায়)। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, যুদ্ধে ইউক্রেনীয় সেনাদের ওপর তিনি নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন।

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ (SBU) কিরিলভ হত্যার পেছনে কাজ করেছে।

রাশিয়ার তদন্ত কমিটির দাবি, আটককৃত উজবেক নাগরিককে ইউক্রেনের বিশেষ সংস্থা দ্বারা নিয়োগ করা হয়েছিল। তাদের নির্দেশে তিনি মস্কো আসেন। কমিটির টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়, সন্দেহভাজন ব্যক্তি একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস পান এবং সেটি একটি ইলেকট্রিক স্কুটারে স্থাপন করেন। স্কুটারটি জেনারেল কিরিলোভের অ্যাপার্টমেন্ট ভবনের প্রবেশপথে রাখা হয়।

তদন্তকারীরা আরও জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি কিরিলোভের বাসভবন নজরদারি করতে একটি ভাড়া করা গাড়িতে ক্যামেরা লাগিয়েছিলেন। এই ক্যামেরার ফুটেজ সরাসরি ইউক্রেনের নিপ্রো শহরে থাকা হামলার সংগঠকদের কাছে পাঠানো হয়। কিরিলোভ ও তার সহকারী ভবনের প্রবেশপথ থেকে বের হলে বিস্ফোরকটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালু করা হয়।

তদন্ত কমিটি জানিয়েছে, আটক সন্দেহভাজনকে এই হামলার জন্য এক লাখ মার্কিন ডলার পুরস্কার এবং ইউরোপের একটি অনির্দিষ্ট দেশে থাকার নিশ্চয়তা দেওয়া হয়েছিল।

জেনারেল ইগর কিরিলভের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে রাশিয়া। রুশ কর্মকর্তারা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে বলেছেন, এ অপরাধের শাস্তি নির্দয়ভাবে নেওয়া হবে।

রাশিয়া বর্তমানে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন