পিএনএস ডেস্ক: বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) তিনজন জামিন পেয়েছেন কলকাতার ব্যাঙ্কশাল আদালতে। পি কে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ১০ লাখ রুপি বন্ডের বিনিময়ে জামিন মিলেছে তাদের। সেইসঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে।
আগামী ৯ জানুয়ারি আদালতে তাদের হাজির হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশে পি কে হালদারের যে দণ্ডাদেশ, তার কোনো নথি যেহেতু জমা দেওয়া যায়নি, তাই পি কে হালদারকে জামিন দিয়েছেন বিচারক।
এর আগে গত ২৭ নভেম্বর জামিন পেয়েছিলেন পি কে হালদারের ভাই প্রাণেশ হালাদার এবং আমিনা সুলতানা ওরফে শর্মি হালদার ও ইমন হোসেন।
২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেপ্তার করে ইডি। এরপর থেকে দেশটিতেই কারাবন্দি ছিলেন তারা। অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে এ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
পিএনএস/আনোয়ার
বন্ডের বিনিময়ে কলকাতার আদালতে জামিন মিলল পি কে হালদারের
20-12-2024 03:30PM