পিএনএস ডেস্ক: পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। শনিবার খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলার কুঞ্জ আলিজাই এলাকায় এই সংঘর্ষে আরো আটজন আহত হয়েছে।
কুররামের জেলা প্রশাসক (ডিসি) জাভিদুল্লাহ মেহসুদ বলেন, ‘পাক-আফগান সীমান্তের কাছে কুঞ্জ আলিজাই পাহাড়ে এবং সেখানকার রাস্তায় গুলি চালানো হয়েছে।’
উপজাতি কাউন্সিল জিরগার সদস্য পীর হায়দার আলী শাহ জানান, উপজাতিদের মধ্যে একটি শান্তি চুক্তির জন্য জিরগা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ওই সময় এই সহিংসতার ঘটনা ঘটে।
একই প্রদেশে গত মাসে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েকদিন ধরে চলা সহিংসতায় কমপক্ষে ৪৬ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। জুলাই মাসে সংঘর্ষে ৪৯ জন নিহত হয়েছিল।
পিএনএস/রাশেদুল আলম
পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষ, নিহত ১১, আহত ৮
12-10-2024 11:17PM