পিএনএস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ৪৭ জন নিহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে এএফপি।
জেজু এয়ারের ওই উড়োজাহাজটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। এটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কার্যক্রম।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া দেখা গেছে।
পিএনএস/আনোয়ার
দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪৭
29-12-2024 09:30AM