যুক্তরাষ্ট্রে আবারও বিমান দুর্ঘটনা

  03-02-2025 06:28PM

পিএনএস ডেস্ক: ইউনাটেড এয়ারলাইন্সের একটি বিমান জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাটেড এয়ারলাইন্সের একটি বিমান হিউস্টন থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রার কথা ছিল। বিমানটি উড্ডয়নের সময় এটি পাখা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। এ সময় এটির যাত্রা স্থগিত করা হয় এবং যাত্রীদের বের করে আনা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানের ভেতরে যাত্রীরা আতংকিত হয়ে পড়েন। তবে হিউস্টন ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যাত্রীদের ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, পাখা থেকে আগুনের গোলা বের হওয়ার পরই যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। একজনকে বলতে শোনা গেছে, দয়া করে এখান থেকে আমাদের বের করে নিন।

নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, বিমানটি ১০৪ যাত্রী এবং ৫ জন ক্রু ছিলেন। এদিকে গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি মলের কাছে বিমান দুর্ঘটনায় সাতজন নিহত এবং ১৯ আহত হওয়ার ঘটনা ঘটে। 

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের বিমান দুর্ঘটনায় আরোহি সবাই মারা গেছেন। এদের মঙ্গে ভূমিতে থাকা এক ব্যক্তিও মারা যান। ফিলাডেলফিয়ার মেয়র শনিবার এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান। 

এর আগে, গত বুধবার ওয়াশিংটনে সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী একটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোট ৬৭ জন নিহত হয়।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন