হামাস শর্ত পূরণ না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি নয় : ইসরায়েল

  19-01-2025 04:08PM

পিএনএস ডেস্ক: রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে তা কার্যকর হয়নি এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা উপত্যকা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। জিম্মিদের তালিকা না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানিয়েছে ইসরায়েল।

হামাস শর্ত পূরণ না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগারি রবিবার এক বিবৃতিতে বলেন, যতক্ষণ না হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণ করতে পারছে, ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, পরিকল্পিত বন্দি বিনিময়ের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জিম্মিদের তালিকা সরবরাহ করা উচিত। তবে হামাস বলেছে, কারিগরি কারণে তাদের তালকা সরবরাহে বিলম্ব হচ্ছে।

টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

আইডিএফ মুখপাত্র বলেন, স্থানীয় সময় সাড়ে ৮টা পর্যন্ত হামাস তাদের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে, যতক্ষণ না এই বাধ্যবাধকতা পূরণ হচ্ছে।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, মুক্তি দেয়া হবে এমন জিম্মিদের তালিকা না দেয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন