পিএনএস ডেস্ক: চীনকে দমিয়ে রাখার নীতিটা ডোনাল্ড ট্রাম্পের পুরোনো। দ্বিতীয় মেয়াদে নতুন করে ফের হোয়াইট হাউসে ফিরে একই পথে হাঁটছেন তিনি। চীনকে টেক্কা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তায় মার্কিন আধিপত্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন। যা দ্রুত বিকশিত প্রযুক্তির ক্ষেত্রে একটি নতুন নীতি নির্দেশনা দাবি করে। আর ট্রাম্পের এমন আহ্বানের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রযুক্তির তীব্র প্রতিযোগিতায় চীনকে টেক্কা দেওয়া।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাক্ষরিত আদেশের অধীনে, ট্রাম্প এআই-তে মার্কিন আধিপত্য নিশ্চিত করার উদ্দেশ্য ৬ মাসের মধ্যে একটি নতুন নীতি তৈরি করার জন্য একটি আন্তঃসংস্থা গোষ্ঠীকে আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিষ্ঠিত এআই নীতি বাতিল করার কয়েকদিন পরেই এই পদক্ষেপের কথা জানালেন ট্রাম্প। যা এআই বিকাশকারীদের জন্য সুরক্ষা এবং স্বচ্ছতার প্রয়োজনীয়তা নির্ধারণ করবে।
আই এবং ক্রিপ্টো নীতিতে ট্রাম্পের ইনকামিং জার ডেভিড স্যাক্স এ বিষয়ে বলেন, ‘আমরা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকাকে বিশ্ব রাজধানীতে আধিপত্য বিস্তার করতে এবং এআই-তে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রশাসনের নীতি ঘোষণা করছি।’
এসএস
চীনকে টেক্কা দিতে এআই প্রযুক্তির দিকে ঝুঁকছেন ট্রাম্প
26-01-2025 03:56PM