পিএনএস ডেস্ক: ফের পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। এনিয়ে ১০৭ বারের মতো পেছালো। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ই মে দিন ঠিক করেছেন আদালত।
মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাবব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
পিএনএস/আনোয়ার
ফের পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
02-04-2024 03:24PM
![](/static/image/upload/news/2024/04/02/57bc7ddbba5adbc649de0ce5ce23cab6_15.jpg?w=550&h=350)