পিএনএস ডেস্ক: চট্টগ্রামের বলুয়ার দিঘি এলাকায় কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় শ্বাসরোধে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলার বলুয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পিএনএস/আনোয়ার
চট্টগ্রামে কলোনিতে আগুন, নিহত ২
10-02-2025 10:13AM
![](/static/image/upload/news/2025/02/10/15c2d07ad90ce737c6a342cc862fac3a_06.jpg?w=550&h=350)