প্রধান বিচারপতির সঙ্গে আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ ২০ অক্টোবর

  14-10-2024 10:49AM


পিএনএস ডেস্ক : সুপ্রিম কোর্টের আইনজীবীরা আগামী ২০ অক্টোবর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷

এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী ২০ অক্টোবর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মূল ভবনের ইনার গার্ডেনে এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

এ সৌজন্য সাক্ষাতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতে দীর্ঘ অবকাশ শেষে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়া এখানে একটি রেওয়াজ।

আইনজীবীরা জানায়, বার ও বেঞ্চের সোহার্দ্য সৃষ্টির ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা রাখে। সূত্র: বাসস

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন