ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৭৯ মামলা

  21-12-2024 06:40PM

পিএনএস ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ৯৭৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার (২০ ডিসেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯৭৯টি মামলা দায়ের করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

এ ছাড়া অভিযানে ৩৪টি গাড়ি ডাম্পিং ও ১১টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাতদিন কাজ করছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন