খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে হত্যার মামলা খারিজ

  24-10-2024 03:01PM


পিএনএস ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে হত্যার মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) বিচারক জিয়াদুর রহমান এ আদেশ দেন।

২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনা ঘটে। এই ঘটনায় খালেদা জিয়াসহ তিনজনকে হুকুমের আসামি করে এ হত্যা মামলা দায়ের করা হয়।

সরকারবিরোধী ওই আন্দোলন চলাকালে সারাদেশে পেট্রোল বোমার আগুনে পুড়ে ৪২ জন নিহত হওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের তিন নেতার বিরুদ্ধে আদালতে দায়ের করা হয় এই হত্যা মামলা।

মামলার অন্য তিন আসামি হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহম্মেদ, দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন