পিএনএস ডেস্ক: নাশকতার এক মামলায় বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক তাদের জামিন মঞ্জুর করেন।
সকালে আসামিরা জামিন নিতে আদালতে হাজির হন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন শুনানির সময় আদালতে পক্ষ-বিপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল বেঁধে যায়। একপক্ষ জামিন চায়। আরেকপক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করে।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করে নাশকতার একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় বাদী পুলিশ।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের ৬৮ নেতা-কর্মীকে আসামি করা হয়।
আসামিপক্ষের আইনজীবী মো. ইকবাল জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ ৪৮ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে পাঁচজনকে জামিন দেওয়া হয়েছে। এ মামলায় পর্যায়ক্রমে সব আসামি আদালতে জামিনের আবেদন করবেন।
পিএনএস/রাশেদুল আলম
বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতা-কর্মীর জামিন
27-11-2024 11:53PM