লিবিয়া থেকে ফিরছেন ১৫৯ বাংলাদেশি

  27-11-2024 11:47PM

পিএনএস ডেস্ক: লিবিয়া থেকে ১৫৯ বাংলাদেশি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশে ফিরবেন। সেখানকার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়ে বলেন, ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটকসহ বিপদগ্রস্ত মোট ১৫৯ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে পাঠানো হচ্ছে।

তাদের মধ্যে ৫৮ জন ত্রিপোলির তারিক মাতার ও তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

ত্রিপোলি থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসিত প্রবাসীদের দূতাবাস প্রাঙ্গণে এবং আটক অভিবাসীদের লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা হলে রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা বিদায় জানান।

এ সময় তাদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থায় দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টা তুলে ধরা হয়।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন