চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি অনলাইনে, আদালতে নিরাপত্তা জোরদার

  02-01-2025 01:57AM

পিএনএস ডেস্ক: রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি। এবার চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি হবে অনলাইনে। ভার্চুয়ালি এ শুনানির ব্যবস্থা থাকলেও চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রাজজ আদালতে চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে করা দেশদ্রোহিতা মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হবে। মামলার শুনানিতে রাষ্ট্রে পক্ষের কুশলী হিসেবে থাকবেন অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া। এছাড়া আসামি পক্ষের আইনজীবী হিসেবে থাকবেন শুভাশিস শর্মা ও অপূর্ব কুমার ভট্টাচার্য। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী রবিন্দ্র ঘোষও উক্ত শুনানিতে আসামির পক্ষের হয়ে অংশ নিবেন বলে জানা গেছে।

শুনানিটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হলেও আদালত ও তার আশেপাশের এলাকায় আওয়ামী লীগের ইন্দনে ইসকনসহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন জড়ো হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে শুনানির দিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম আদালত ও তার আশেপাশে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে প্রাঙ্গণ ও তার আশেপাশে সংখ্যালঘু সম্প্রদায়ের উগ্র সমর্থকরা হামলা-ভাংচুর চালানো হয়। এসময় রঙ্গম টাওয়ারের পাশে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন