পিএনএস ডেস্ক: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আপিলের রায় আগামী ৩০ এপ্রিল ঘোষণা করা হবে।
মঙ্গলবার (৪ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এ সময় আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে, ২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।
এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। পরে ২০১০ সালের ১৬ আগস্ট তাদের খালাস দেন হাইকোর্ট। তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক।
আপিল বিভাগ ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের রায় বাতিল করে আপিলটি পুনঃশুনানির নির্দেশ দেন। পরে ২০২৩ সালের ৩০ মে হাইকোর্টের একই বেঞ্চ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন। একই বছরের ১২ সেপ্টেম্বর এ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন আমান উল্লাহ আমান। আপিল আবেদনে তিনি খালাস চেয়েছেন।
পিএনএস/আনোয়ার
বিএনপি নেতা আমানের দুর্নীতি মামলার রায় ৩০ এপ্রিল
04-03-2025 01:11PM
