এক মিনিট আগে অফিস ছেড়ে বিপাকে কর্মী!

  30-08-2024 06:47PM

পিএনএস ডেস্ক: ছুটির নির্দিষ্ট সময়ের এক মিনিট আগে অফিস ছেড়ে বিপাকে পড়েছেন এক কর্মী। অফিসের নির্ধারিত সময় পাঁচটা পর্যন্ত হলেও ৪টা ৫৯ মিনিটে অফিস ছাড়ায় তাকে সতর্ক করে দিয়েছে প্রতিষ্ঠান।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অবাক করা এই ঘটনার খবর। সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদনে জানা যায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টে দাবি করা হয়, ছুটির সময় বিকেল ৫টা। তবে হিসেব বলছে কয়েকদিন এক কর্মী ৪টা ৫৯ মিনিটে অফিস থেকে বেরিয়েছেন। তাতেই ম্যানেজার সে কর্মীকে সতর্ক করে নোটিশ দিয়েছেন।

পোস্টের সঙ্গে যুক্ত নোটিশের স্ক্রিনশটে লেখা ছিল, ‘লক্ষ্য করা গেছে, আপনি ৫টা পর্যন্ত অপেক্ষা করছেন না। ৪টা ৫৯ মিনিটে বের হয়ে যাচ্ছেন। এই আগে বেরিয়ে যাওয়ার প্রবণতাকে যেন অভ্যাসে পরিণত না করেন।’

অফিস কর্তৃপক্ষের এমন খবরদারির সমালোচনা করেছেন নেটিজেনরা। সে পোস্টের কমেন্ট বক্সে কেউ কেউ কর্মক্ষেত্রে নিজেদের এমন তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। কেউ কেউ, অফিস কর্তৃপক্ষের এই ধরনের বাড়াবাড়িতে তাদের জীবন অতিষ্ঠ।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন