একনজরে দেখে নিন আইপিএলের ১০ দলের অধিনায়ক

  14-03-2025 07:58PM

পিএনএস ডেস্ক: আর মাত্র এক সপ্তাহ পর মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ১৮তম আসর। ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে দলগুলো। মাঠে লড়াইয়ে নামার আগে আলোচনায় অধিনায়কত্ব ইস্যু। যেখানে ১০ দলের পাঁচটিতেই নেতৃত্বের পরিবর্তন এসেছে।

এবারের আসরকে সামনে রেখে নিজেদের অধিনায়ককে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস। নতুন অধিনায়কের পেছনে এরপর বড় অঙ্কের অর্থ ঢেলেছে পাঞ্জাব ও লখনৌ। 

২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়ে অনুমতিভাবে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক বানিয়েছে পাঞ্জাব৷ সবশেষ আসরে চ্যাম্পিয়ন কলকাতার নেতৃত্বের আসনে ছিলেন তিনি। রেকর্ড ২৭ কোটি রুপি খরচ করে ঋষভ পান্তকে অধিনায়ক করেছে লখনৌ। 

আর কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কা রাহানেকে দলের দায়িত্ব দিয়েছে। পূর্বে আইপিএলে অধিনায়কত্ব করলেও বিগত কয়েক আসরে তিনি খেলেছেন এই দায়িত্ব ছাড়া। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞ রাহানের।

এদিকে আইপিএলে প্রথমবার অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষার আছেন রজত পাতিদার। আর স্থায়ীভাবে অধিনায়কত্ব করবেন অক্ষর প্যাটেল। রজত পাতিদারের উপর ভরসা রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর লোকেশ রাহুল দায়িত্ব নিতে আগ্রহ না দেখানোই অক্ষরকে বেছে নিয়েছে দিল্লি।

আইপিএলের পাঁচটি দলের অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসেনি। গত আসরে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেওয়া রুতুরাজ গায়কোয়াড় এবারও থাকছেন দলটির অধিনায়ক। গুজরাট টাইটান্সে অধিনায়কত্ব অধ্যায় শুরু করা হার্দিক পান্ডিয়া ট্রেডে গত আসরে যান মুম্বাই ইন্ডিয়ান্সে। ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসরে আইপিএলের অন্যতম সফল দলটির নেতৃত্বের ভার থাকবে তার কাঁধেই। 

বরাবরের মতো রাজস্থান রয়্যালসের অধিনায়কের ভূমিকায় আছেন সাঞ্জু স্যামসন। গত আসর থেকে গুজরাট নতুন পথচলা শুরু করেছে শুভমান গিলের অধীনে। গত আসরে রানার্সআপ হওয়ার মাধ্যমে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। দলটিকে সেবার যোগ্য নেতৃত্ব দেওয়া প্যাট কামিন্স এবারও তাদের দলপতি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন