সতর্কবার্তা দিলো তিতাস

  10-05-2024 03:07AM

পিএনএস ডেস্ক : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি লিমিটেড আবাসিক গ্যাস সরবরাহে নিম্নমানের রেগুলেটরের ক্রয়-বিক্রয়ে সংশ্লিষ্টদের সতর্কবার্তা জানিয়েছে। বৃহস্পতিবার (৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়েছে, সম্প্রতি আবাসিক গ্যাস সরবরাহের রেগুলেটর তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি হতে সংগ্রহ না করে খোলা বাজারে অসাধু চক্রের কাছ থেকে নিম্নমানের রেগুলেটর ক্রয় অথবা সংগ্রহ করে ব্যবহার করা হচ্ছে। এতে গ্যাস লিকেজ, অগ্নিকাণ্ড ও জানমালের নিরাপত্তাঝুঁকি সৃষ্টি হচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃক এ ধরনের রেগুলেটর অবৈধভাবে খোলা বাজারে ক্রয় অথবা বিক্রয় বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের রেগুলেটর ক্রয় অথবা বিক্রয় এবং ব্যবহার হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন